ছাত্রী নির্ষাতনের অভিযোগে ইবি শিক্ষক বরখাস্ত
স্টাফ ডেস্কঃ নিজ বিভাগের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক আসাদুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস.এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্রী মৌসুমি আক্তারের আনিত অভিযোগের পরিপ্রেক্ষিত সাময়িকভাবে এ ব্যাবস্থা নেওয়া হলো বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তারা।