নড়াইলের কোটাকোল ইউনিয়ন শান্তিপূর্ণ পরিবেশেভোট গ্রহণ চলছে
উজ্জ্বল রায়ঃ নড়াইলের কোটাকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের ভোট গ্রহণ রোববার সকাল ৮টায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের পাঠানো তথ্য ভিত্তিতে, নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন। নির্বাচনে ৯টি কেন্দ্রে মোট নয় হাজার ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন চার হাজার ৫৮৬ জন এবং মহিলা ভোটার চার হাজার ৭২৪ জন। মোট নয়টি কেন্দ্রের ২৬টি কক্ষে, নয়জন প্রিজাইডিং অফিসার, ২৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। ভোট কেন্দ্রগুলোতে আইন শৃংখলা রক্ষায়, আনসার, ব্যাট্যালিয়ান আনসার, পুলিশ, র্যাব দায়িত্ব পালন করছে।