সব

চীন-ভারত যুদ্ধ বাঁধলে ঝুঁকিতে পড়বে বাংলাদেশ : হাফিজ উদ্দিন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 16th April 2017at 6:20 pm
50 Views

4স্টাফ রিপোর্টারঃ ভারতের সঙ্গে সামরিক চুক্তি বাংলাদেশের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

গতকাল শনিবার রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত ‘ভারতের সঙ্গে সামরিক সমঝোতা : নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন বলেন, এ ধরনের চুক্তি বাংলাদেশকে ভারতের প্রতি আরও বেশি মাত্রায় নির্ভরশীল করে তুলতে পারে। যার মধ্য দিয়ে আমাদের জাতীয় নিরাপত্তা ইস্যুতে ভারতের আধিপত্য বিস্তার লাভ করবে। তাই বাংলাদেশের জনগণ কখনই এ সামরিক চুক্তিকে স্বাগত জানাবে না। কারণ বর্তমান বাংলাদেশ এমন কোনো সামরিক হুমকিতে নেই যে তা রক্ষা করতে অন্য রাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি করতে হবে।

হাফিজউদ্দিন আহমেদ বলেন, ভারতের সঙ্গে সামরিক সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ায় চীন-ভারত যুদ্ধ বাঁধলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়বে। বিভিন্ন কোর্সে অংশগ্রহণ; এগুলো তো চলছেই। নতুন তো কোনো কিছু দেখি না যার জন্য একটি সমঝোতা স্বাক্ষর করতে হলো। তাহলে কি গোপন কিছু আছে এর মধ্যে? ধরলাম চীন আর ভারতের মধ্যে যুদ্ধ লেগে গেল। ভারত চাইবে তার সেনাবাহিনী, ট্যাংক বা অন্যান্য অস্ত্রশস্ত্র বাংলাদেশের ওপর দিয়ে যেতে। তখন আমরা চীনের শত্রু হয়ে গেলাম। আমরা তো কারো শত্রুতা চাই না।

তিনি বলেন, ভারতের সামরিক সমঝোতা প্রয়োজন, কেননা তাদের আধিপত্যবাদী মনোভাবের দরুন তারা নিজেরা সব সময় মনস্তাত্ত্বিকভাবে নিরাপত্তাহীনতায় থাকে।
গোলটেবিল বৈঠকে মেজর (অব.) ব্যারিস্টার এম সরোয়ার হোসেনের সভাপতিত্বে নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রাহমান হাবিব, নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) মিজানুর রহমান, মেজর (অব.) সাইদুর রহমান, মেজর (অব.) মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

 


সর্বশেষ খবর