সব

৩৫তম বিসিএসের স্থগিত ফল প্রকাশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 16th April 2017at 10:29 pm
47 Views

15শিক্ষা ডেস্কঃ প্রশাসনিক কারণে স্থগিত/অপ্রকাশিত ৩৫তম বিসিএস (বন) ক্যাডারে এবং বিসিএস (সাধারণ শিক্ষা) শিক্ষক প্রশিক্ষণ কলেজের প্রভাষক পদের ফল প্রকাশ করা হয়েছে।

আজ রোববার রাতে সরকারি কর্ম কমিশন সচিবালেয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদালতে চলমান মামলায় বিসিএস (বন) ক্যাডারে নিয়োগের ক্ষেত্রে কোনো সংশ্লিষ্ট না থাকায় এবং কোনো স্থিতাবস্থা বা নিষেধাজ্ঞা প্রদ্রান করা হয়নি মর্মে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে বিসিএস (বন) ক্যাডারের স্থগিতকৃত ২টি এবং তথ্য বিভ্রাট/প্রশাসনিক কারণে অপ্রকাশিত বিসিএস (সাধারণ শিক্ষা) শিক্ষক প্রশিক্ষণ কলেজের প্রভাষক (শিক্ষা) এর ৬টি এবং প্রভাষক (ভূগোল) এর ১টি পদের ফলাফল কমিশন কর্তৃক সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

 


সর্বশেষ খবর