সব

মহেশপুরে মেয়াদ উত্তীর্ণ টিটি ইনজেকশনে শয্যাশায়ী খাদিজা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 17th April 2017at 1:26 am
50 Views

14

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউপির হুসোর খালী গ্রামের হতদরিদ্র কৃষক আইনালের নবমশ্রেনীতে পড়–য়া কন্যা খাদিজা (১৩) শয্যাশায়ী ।

অথর দেহ নিয়ে বসে থাকতে দেখা যায় খাদিজাকে । খাদিজা জানায়, গত ১২ মার্চ বেলা আনুমানিক ১১টার সময় ভোগের দাড়ী কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরত কর্মচারী রেজার পরিচালনায় মাহফুজ নামের স্বাস্থ্য কর্মী আমার শরীরে টিটি ইনজেকশন পুশ করে ।

পর দিন থেকে আমার হাতপা অবশ হতে শুরু করে। আমার দরিদ্র পিতা আমার অবস্থা আশংকা জনক দেখে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনিলে কর্তব্যরত ডাক্তার যশোরে রেফার্ড করে পরবর্তীতের ঢাকাতে নিয়ে চিকিৎসা করান। বর্তমানে আমি বাড়ীতে শয্যাশায়ী । আমার হাতপা অবশ হয়ে গেছে ।

আমার দরিদ্র পিতার চোখে মুখে হতাশার ছাপ। এব্যাপারে খাদিজার পিতা আইনাল জানান ক্লিনিকের কর্মরত রেজার অবহেলার কারণেই মেয়াদউত্তীর্ণ টিটি ইনজেকশনে আমার হাসিখুশি স্কুল পড়–যা কন্যা আজ শয্যাশায়ী। এব্যাপারে কমিউনিটি ক্লিনিকের রেজার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।


সর্বশেষ খবর