সব

বিরামপুরে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 17th April 2017at 1:44 am
48 Views

17

মোঃ সামিউল আলমঃ বিরামপুরের ঢাকা মোড়স্থ মিজান মার্কেট চত্বরে রবিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী এক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানের আয়োজনে ও দিনাজপুর রেড ক্রিসেন্টের সহযোগীতায় সকালে প্রধান অতিথি হিসেবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব পারভেজ কবীর।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে দিনব্যাপী কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের আহ্বায়ক বজলুল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান মিতা। আরো উপস্থিত ছিলেন, সাবেক পৌর চেয়ারম্যান প্রভাষক আক্কাস আলী, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর ম্যাটস’র পরিচালক নূরে আলম প্রমূখ। এতে দিনব্যাপী বিরামপুরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন।


সর্বশেষ খবর