সব

নৌবাহিনীর নতুন প্রধান নিজামউদ্দিন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 21st January 2016at 11:55 pm
44 Views

35

স্টাফ রিপোর্টার ঃ  রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদকে বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পেয়ে আগামী ২৭ জানুয়ারি থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি।বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।নিজামউদ্দিন আহমেদ অ্যাডমিরাল এম ফরিদ হাবিবের স্থলাভিষিক্ত হবেন। ২০১৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত নতুন দায়িত্ব পালন করবেন তিনি।নিজামউদ্দিন আহমেদের বাড়ি মাদারীপুরে। তিনি ১৯৭৯ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন । কর্মজীবনের বিভিন্ন সময়ে বাংলাদেশ নেভাল অ্যাকাডেমির টিএএস স্কুলের পরির্দশক, বাংলাদেশ কোস্টগার্ডের পরিচালক (অপারেশন) এবং নেভি সদর দপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন । সর্বশেষ চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নিজামউদ্দিন আহমেদ বাংলাদেশের হয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও অংশ নিয়েছেন।


সর্বশেষ খবর