সব

‘সিঙ্গাপুর ফেরত ১৪জন আনসারুল্লাহ বাংলা টিমের অনুসারী’

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 21st January 2016at 11:59 pm
50 Views

36

স্টাফ রিপোর্টার ঃ  জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরত পাঠানো কেউই আইএস কিংবা আল-কায়েদা সদস্য নয়। ২৬জনের ১৪জন আনসারুল্লাহ বাংলা টিমের অনুসারী বলে জানিয়েছেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম।বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।মনিরুল ইসলাম জানান, নভেম্বর এবং ডিসেম্বর মাসে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে তাদের ব্ল্যাক লিস্ট করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছিল সিঙ্গাপুর।তিনি জানান, জিজ্ঞাসাবাদের পর ডিবি পুলিশ এদের মধ্যে ১৪ জনের জঙ্গি সংশ্লিষ্টতা পেয়েছে। তারা আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান জসীমউদ্দিন রাহমানিয়ার অনুসারী।সিঙ্গাপুরের প্রতিবেদনের বরাত দিয়ে ডিবির যুগ্ম-কমিশনার বলেন, বাংলাদেশে হামলার পরিকল্পনা ছিল ওই ‘জঙ্গিদের’।এক প্রশ্নের জবাবে মনিরুল বলেন, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোন হামলার তথ্য পাওয়া যায়নি। যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে সবাই শ্রমিক ছিল। তারা সিঙ্গাপুরের একটি মসজিদে সংগঠিত হয়ে বয়ান শুনতো।তিনি বলেন, গ্রেফতারকৃতদের কয়েকজনের মোবাইল ফোন থেকে জসীমউদ্দিন রাহমানিয়ার বইয়ের সফট কপি পাওয়া গেছে। ১৪ জনের বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে পুলিশ।বাকি ১২ জনকে ছেড়ে দেয়া হয়েছে। কিন্তু তারা গোয়েন্দা নজরদারিতে রয়েছে। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- জাফর ইকবাল, গোলাম জিলানী, সাইফুল ইসলাম, নুরুল আমিন, মাহমুদুল হাসান, আমিনুর, আব্দুল আলীম, শাহ্‌ আলম, আকরাম হোসেন, আলম মাহাবুব, আবদুল আলী, পারভেজ ডলার, মো. জসিম ও আশরাফুল।


সর্বশেষ খবর