সব

প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী ও পার্লামেন্ট অবৈধ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 22nd January 2016at 12:04 am
32 Views

37

স্টাফ রিপোর্টার ঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও পার্লামেন্ট সম্পূর্ণ অবৈধ। সে জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ঘোষণা দিতে হবে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ সভার আয়োজন করে। তিনি বলেন, ‘বিনা ভোটে ক্ষমতায় অনেক দিন থেকেছেন। পুলিশ ছাড়া রাজপথে একবার নামুন, দেখা যাবে কাদের শক্তি বেশি। দেখি জনগণ কাদের পাশে থাকে।’ হাফিজ উদ্দীন বলেন, ‘বিএনপি রণাঙ্গনের মুক্তিযুদ্ধের দল আর আওয়ামী লীগ হচ্ছে শরণার্থী দল। আওয়ামী লীগ মিথ্যাচার করতে করতে দেশটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে।’ জিয়ার মাজার অপসারণ প্রসঙ্গে সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘কলঙ্কজনক কাজ অনেক করেছেন। জিয়ার মাজার অপসারণের মতো বৃহত্তর কলঙ্কজনক কাজটি দয়া করে করবেন না। পঞ্চাশ বছর পর হলেও দেশের মানুষ বলবে আপনি সেই ব্যক্তি যিনি জিয়ার মাজার অপসারণ করেছেন। তখন সারা পৃথিবীর মানুষ আপনাকে ধিক্কার দিবে।’ শহীদদের প্রকৃত সংখ্যা নিয়ে বেগম জিয়ার বক্তব্য মাটিতে পড়ার আগেই আওয়ামী লীগের তথাকথিত গৃহপালিত বুদ্ধিজীবীরা চিৎকার শুরু করে বলেও তিনি মন্তব্য করেন। সাবেক এই মন্ত্রী আক্ষেপ করে বলেন, ‘নিজেদের মধ্যে শিক্ষা না থাকায় এই শাসকগোষ্ঠী দেশটাকে মূর্খের রাজত্বে পরিণত করেছে। ঘরে ঘরে ইয়াবা পৌঁছে দিয়েছে। যাদের থাকার কথা ছিল কারাগারে, তাদের ছবি দেখা যায় রাজপথে । আয়োজক সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জে. (অব.) সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাশেদা বেগম হীরা, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমুখ।


সর্বশেষ খবর