সব

কুশলা মাদ্রাসার অধ্যক্ষ পদসহ ৩ শিক্ষকপদ শূন্য

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 22nd January 2016at 11:54 am
50 Views

41

কোটালীপাড়া প্রতিনিধি  : গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার কুশলা নেচ্ছারিয়া  সিনিয়র ফাজিল (বি,এ) মাদ্রাসার অধ্যক্ষ পদসহ  ৩  শিক্ষকপদ দীর্ঘদিন  ধরে শূন্য রয়েছে। এতে করে চরমভাবে ব্যহত হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শূন্য  শিক্ষক পদগুলো হলো- অধ্যক্ষ, সহকারী মৌলভী, সহ গ্রন্থগাারিক,  মুজাব্বিদকারী।  এ সব তথ্য মাদ্রাসা সূত্রে জানা গেছে। জানা  গেছে, ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে দন্ড চলে  আসছে। কয়েকবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হলেও শূন্য পদগুলোতে  শিক্ষক নিয়োগ নেওয়া হয়নি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক  শিক্ষক বলেন, ম্যানেজিং কমিটির গাফলতির কারনে শূন্যপদ গুলোতে  শিক্ষক নেয়া হয়নি। তবে এসব অভিযোগ অসত্য দাবী ম্যানেজিং  কমিটির। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, অতি  শীঘ্রই শূন্য পদগুলোতে শিক্ষক নেওয়া হবে।


সর্বশেষ খবর