আইনশৃঙ্খলা বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ আচরণের অবসান চান ড. মিজান
স্টাফ রিপোর্টার ঃ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ঔদ্ধত্যপূর্ণ আচরণের অবসান চেয়েছেন।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার নিয়ে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।ড. মিজান আরো বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ জনগণের সঙ্গে করছেন, তার অবসান ঘটাতে হবে। মানুষের মর্যাদা হানি করা যাবে না, ক্ষুন্ন করা যাবে না। মানুষের পাশে দাঁড়াতে হবে।সেজন্যই কিন্তু তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) সরকারি তহবিল থেকে বেতন দেওয়া হয়। এ কথাটা মুহূর্তের জন্য ভুলে গেলে চলবে না।’আলোচনায় অংশ নিয়ে শাহদীন মালিক বলেন, ‘আমাকে যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না, এ অধিকারের কথা আমরা ভুলে গেছি।একটা পুলিশি রাষ্ট্রের সব অন্যায়, জুলুম, অত্যাচার ওইটা বোধ হয় এখান থেকেই শুরু হয়। এই অধিকারটা নিশ্চিত করতে পারলে আমার মনে হয়, অনেক অন্যায়, অবিচার, অত্যাচার থেকে আমরা রেহাই পেতাম।’অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. কামাল হোসেন, শিক্ষাবিদ জামিলুর রেজা চৌধুরী, ড. সলিমুল্লাহ খান, ব্যারিস্টার তানিয়া আমীর, রাশেদা কে চৌধুরী। আলোচনায় উঠে আসে দেশের গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকা-সহ রাজনৈতিক সহিংসতার মতো বিষয়গুলো।এ ছাড়া দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়নের জন্য সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা ও সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সাধারণ মানুষের নির্যাতনের ঘটনাসহ সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।