‘দেশের মানুষ অসাধ্য সাধনে সংকল্পবদ্ধ’
স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ এক অন্য বাংলাদেশ। পাঁচ বছর আগেও যা ছিল, এখন তার আমূল পরিবর্তন হয়েছে। এটা বদলে যাওয়া বাংলাদেশ। দেশের মানুষ যেকোনো অসাধ্য সাধনে আত্মপ্রত্যায়ী ও সংকল্পবদ্ধ।রোববার দুপুরে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড পলিসি সামিট-২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে সাত শতাংশ প্রবৃদ্ধি অর্জন হবে। বাংলাদেশে ৩০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি চেষ্টা চলছে। এর জন্য জায়গা নির্ধারণও হয়ে গেছে।এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ ক্ষেত্রে খানিকটা সীমাবদ্ধতা থাকলেও দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা পেলে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র সম্প্রসারিত হবে।প্রধানমন্ত্রী বলেন, বাস্তব বিনিয়োগ প্রস্তাবনা বাস্তবায়নের জন্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। এক্ষেত্রে সর্বোচ্চ মুনাফাই সরকারের কাম্য।এছাড়া ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশের পরিণত করতে বিনিয়োগকারীদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী।