সব

নরসিংদীতে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 25th January 2016at 8:55 pm
54 Views

3মাসরুর আরিফীন : বন্যাঢ্য আায়োজন আর মুখরিত উৎসবে মাঘের হিমেল হাওয়ার জড়তা আর শুস্কতাকে আনন্দ ও উষ্ণতায় পরিণত করে শেষ হলো নরসিংদী রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। ২৩ জানুয়ারী শনিবার সকাল ১০টায় দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোহিতায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট আসাদোজ্জান । শনিবার দিনভর সাংস্কৃতিক প্রতিযোগিতার পর বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টি ইভেন্টে ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের  কোমলমতি শিক্ষার্থীরা অংশগ্রহন করে। আলহাজ্ব মুন্সি শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য  রাখেন বাংলা ভিশনের সিনিয়র সাংবাদিক ড. আব্দুল হাই সিদ্দিক,স্থানীয় আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান এ.কে.এম ফজলুল করিম ফারুক, স্থানীয় আওয়ামীলীগ নেতা কাজী নজরুল ইসলাম, বালুয়াকান্দি উচ্চ  বিদ্যলিয়ের প্রধান শিক্ষক মো: জয়নাল আবেদীন সহ অন্যান্য অতিথি বৃন্দ। অনুষ্ঠান উপভোগ করতে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ এলাকার শত শত নারী-পুরুষ,  আবালবৃদ্ধবনিতার আগমনে বিদ্যালয় প্রাঙ্গন উৎসবে মুখরিত হয়ে উঠে। প্রধান অতিথির ভাষণে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট আসাদোজ্জামান তার বক্তব্যে শিক্ষা  ক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ,সাফল্য ও উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বালুয়াকান্দি উচ্চ  বিদ্যালয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করে বলেন, জেলা পরিষদ কর্তৃক বিগত অর্থ বছরে যে  একতলা বিল্ডিং প্রতিষ্ঠা করা হয়েছে , অচিরেই তা দ্বিতল ভবনে উন্নীত করা হবে । বিদ্যালয়ের সীমানা  প্রাচীর নির্মাণ করে দেয়ারও ঘোষণা দেন । বক্তব্য শেষে তিনি এ বিদ্যালয়ে জেলা পরিষদের অর্থায়নে প্রায়  ২০লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই কক্ষ বিশিষ্ট একতলা ভবনের উদ্বোধন করেন । দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে  পুরস্কার বিতনণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের  প্রধান অতিথি উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বাংলা ভিশনের সিনিয়র সাংবাদিক ড. আব্দুল হাই সিদ্দিক । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান মজিান, পরিচালনা পরিষদ  সদস্য মুন্সী মোহাম্মদ আলী, কাজী হাতেম আলী,  কামাল উদ্দিন ভূঞা, জাকির হোসেন সহ অন্যান্য অতিথি  বৃন্দ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্যে বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান বলেন, ক্রীড়া শক্তি ক্রীড়া  বল। একটি শিশুর দৈহিক ও মানসিক বিকাশ সাধিত হওয়ার একটি অন্যতম মাধ্যম হলো ক্রীড়া ও  সাংস্কৃতির চর্চা।একজন সফল ক্রীড়াবিদ দেশের দূত হিসেবে কাজ করেন। সুতরাং লেখাপড়ার  পাশাপাশি আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতির অনুশীলন করতে হবে।


সর্বশেষ খবর