সব

নরসিংদীতে ৩দিন ব্যাপী ডিজিটাল মেলা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 25th January 2016at 8:58 pm
50 Views

4

নরসিংদী প্রতিনিধি ঃ  বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন  করার লক্ষ্যে নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নরসিংদীতে আগামীকাল ২৫ জানুয়ারি থেকে  শুরুহতে যাচ্ছে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও ৩৭তম জাতীয়  বিজ্ঞান ও প্রযুক্তি  সপ্তাহ-২০১৬।  মুসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে ৩দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা  অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মিজ নীলুফার আহমেদ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক(প্রশাসন) ও এটুআই প্রোগ্রাম-এর  প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।  উদ্বোধনী অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি,বাঁধনহারা শিল্পী গোষ্ঠীর কর্তৃক  সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘যশোর রোড’ ডকুমেন্টারি নাটক পরিবেশন। অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) ও মেলা পরিচালনা কমিটির আহবায়ক আগামী ২৭ জানুয়ারি  বুধবার সমাপনী দিনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে রয়েছে ডিজিটাল কুইজ প্রতিযোগিতা(স্কুল ও কলেজ  পর্যায়),সেমিনার-“ডিজিটাল সেন্টার”, অতিথিদের স্টল পরিদর্শন,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল  ইসলাম(বীর প্রতীক)। সভাপতিত্ব করবেন নরসিংদীর সুযোগ্য জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান।


সর্বশেষ খবর