সব

তুরাগ প্রেসক্লাব সভাপতি তাহের সম্পাদক ডালী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 25th January 2016at 9:23 pm
93 Views

00 (8)মো. আবু তাহের সভাপতি এবং মো. আশরাফ হোসেন (ডালী) কে সাধারণ সম্পাদক করে তুরাগ থানা প্রেস ক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ২০১৬-১৭ কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার তুরাগের কামারপাড়াস্থ পুরানবাজারের নিজস্ব কার্যালয়ে এই ঘোষণাপত্র পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল বারিক মেম্বার।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার

তুরাগ থানা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহঃসভাপতি মো. তারেকউজ্জামান খান (সম্পাদক উত্তরা নিউজ টোয়েন্টিফোর ডটকম), সহঃসভাপতি নাঈম (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিবন চৌধুরী (মিন্টু), চ্যানেল টিবিএন টোয়েন্টিফোর (অনলাইন টিভি) ইউএসএ, সাংগঠনিক সম্পাদক নূরুল আলম নয়ন (সময় টিভি), যুগ্ম সাধারণ সম্পাদকন আরিফুজ্জামান (চ্যানেল ৭১), অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস মোল্লা, সহ অর্থ ও দপ্তর বিষয়ক সম্পাদক হৃদয় খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শেখ ফরিদ শাওন (এশিয়ান টিবি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শামিম চৌধুরী (দৈনিক গ্ণতদন্ত), ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসাইন সোহেল (বিডি ২৪ লাইভ ডট কম), সাহিত্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন প্রধানিয়া (বানিজ্য বিচিত্র), মহিলা বিষয়ক সম্পাদিকা তানিয়া ইসলাম (বিডি নিউজ ২৪ ডট আজ), নির্বাহী সদস্য মো. সারোয়ার হোসেন সবুজ (দৈনিক একুশে সংবাদ), নির্বাহী সদস্য মো. রিপন মিয়া, নির্বাহী সদস্য মো. কামাল হোসেন প্রমুখ।


সর্বশেষ খবর