সব

অর্থ আদায়: রানার বিরুদ্ধে তারানার মামলা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 26th January 2016at 11:18 am
52 Views

5স্টাফ রিপোর্টার ঃ স্বাক্ষর জাল করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় ও চাওয়ার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেছেন সংগঠনটির সভাপতি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

রোববার রাত সাড়ে ৯টার দিকে তারানা হালিমের পক্ষে তার সহকারী একান্ত সচিব জয়দেব নন্দী শাহবাগ থানায় মামলাটি করেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রোববার রাতে মামলাটি দায়ের করা হয়েছে।

আমরা আসামিকে গ্রেফতারের চেষ্টা করছি। তবে মামলাটি আমরা রেকর্ড করলেও স্পর্শকাতর হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি তদন্ত করবেন।’

মামলার এজাহারে বলা হয়েছে- বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা (৪৫) ২০১৪ ও ২০১৫ সালের বিভিন্ন তারিখে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সংগঠনটির কর্মসূচির নামে বিজ্ঞাপন ও স্পন্সর বাবদ অর্থ আদায় করেছেন। তিনি জোটের সভাপতি তারানা হালিমের নাম, পদবি ও স্বাক্ষর জাল করে সংগঠনের প্যাড ব্যবহার করেছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়।

সম্প্রতি স্বাক্ষর জালিয়াতি করে টেলিটকের কাছেও স্পন্সর চায় অরুণ সরকার রানা। পরে বিষয়টি নজরে এলে তার বিরুদ্ধে মামলা করেন তারানা হালিম।

এ বিষয়ে অভিযুক্ত অরুণ সরকার রানা বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি জানি না, কেন আমার নামে মামলা হয়েছে। টেলিটকের কাছে স্পন্সর চাওয়া প্যাডে আমিও স্বাক্ষর করিনি।

 

আমার মনে হচ্ছে- সংগঠনের আরেকটি অংশ ষড়যন্ত্র করে এই কাজ করতে পারেন।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপা আমাকে অনেক দিন ধরে চেনেন। দুঃখের বিষয় হলো আপা যাচাই-বাছাই না করেই মামলাটি করেছেন।’

 

অরুণ সরকার রানা বলেন, ‘যে বিজ্ঞাপনী সংস্থা এই টাকা নিয়েছে তাদের নামে কিন্তু মামলা হয়নি। তাহলে আমার নামে কেন মামলা হবে। এছাড়া আমি ওই বিজ্ঞাপনী সংস্থার নামও জানি না।’


সর্বশেষ খবর