বাজারে জাল টাকার প্রাদুর্ভাব রয়েছে
স্টাফ রিপোর্টার ঃ পৃথিবীর অন্য সব দেশের মতো বাংলাদেশেও নোট জালকারী কিছু চক্রের অপতৎপরতায় বাজারে জাল টাকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
সোমবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তরকালে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের (ঢাকা-৭) প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, জালকারীদের দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। তবে তা ব্যাপক নয়। জাল টাকার প্রাদুর্ভাব রোধে বিদ্যমান উপলব্ধ প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় এনে জালনোট প্রতিরোধে আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।