গাজীপুরে আহসান উল্লাহ মাস্টারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
গাজীপুর জেলা প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ মে রবিবার গাজীপুর-২ (গাজীপুর ও টঙ্গী) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের ১৩তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে কালো ব্যাজ ধারণ, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, ফ্রি চিকিৎসা সেবা, খাদ্য বিতরণ ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। রবিবার সকালে গাজীপুর মহানগরীর পুবাইলের হায়দারাবাদে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ হারুন অর রশীদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডঃ আব্দুর মান্নান, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম, পিপিএম (বার) প্রমুখ। এ ছাড়া আওয়ামী লীগসহ দলীয় অঙ্গ সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে ডাঃ আমির হোসাইন রাহাত ও ডাঃ সুশাস্ত কুমার সরকারের নেতৃত্বে মরহুমের মাজার প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। দুপুরে আহসান উল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে সমাধিস্থলে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। স্মরণ সভায় বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট হুমায়ুন কবীর প্রমুখ।
বিকেলে শহরের দলীয় কার্যালয়ের সামনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আহসান উল্লাহ মাস্টার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহাদাৎবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক এডভোকেট ওয়াজউদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, শাহাদাৎবার্ষিকী পালন কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন প্রমুখ।
এ ছাড়া টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ, দেয়া ও খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার সঙ্গে খুন হন ওমর ফারুক রতন নামে আরেকজন।