নড়াইলে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা
উজ্জ্বল রায়ঃ নড়াইলে পুলিশ সুপার সরদার রকিবুল উপস্থিতিতে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত উজ্জ্বল রায়ের রিপোর্টে সোমবার (০৮ মে) সকাল ১০:৩০ টায় জেলা পুলিশের আয়োজনে এ সভার কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, কালিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আশরাফুল আলম সহ আরো অনেকে।
এ সময় পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না। তাই যারা গাড়ি চালনাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন তারা সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাবেন। কারণ একটুখানি অসাবধানতার কারণে প্রাণহানি ঘটতে পারে। এছাড়াও তিনি গাড়ি চালকদের মাদক সেবন থেকে দূরে থাকতে পরামর্শ দেন। সেই সাথে যারা গাড়ি চালনার পেশায় থেকে মাদক চোরাচালানসহ সেবনের মতো গুরুতর অপরাধের সাথে জড়িত তাদেরকে দ্রুত চিহ্নিত করে পুলিশকে অবহিত করার জন্যও নির্দেশনা প্রদান করেন।