সব

ট্রাম্পকে ‘আল্লাহর বান্দা’ বলে বিপাকে সৌদি ধর্মগুরু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 8th May 2017at 7:56 pm
44 Views

13

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের এক ধর্মগুরু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আল্লাহর বান্দা’ বলায় চরম বিপাকে পড়েছেন। সাদ বিন ঘুনিয়েম নামের ওই ধর্মগুরু এক টুইটবার্তায় ট্রাম্পের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

প্রার্থনা ছিল এই রকম, ‘হে আল্লাহ, ট্রাম্পও তো তোমার একজন বান্দা, তুমি তাকে ও তার ভাগ্য নিয়ন্ত্রণ কর। তাই তুমি ট্রাম্পকে সুমতি দাও, যাতে সে মুসলিম সম্প্রদায়ের ভালোর জন্য কাজ করে। ট্রাম্পের যে কাজ দ্বারা মুসলিম সম্প্রদায়ের ক্ষতি হচ্ছে, তাকে সেই কাজগুলো থেকে বিরত রাখ। তাকে তুমি সঠিক রাস্তা দেখাও।’

ট্রাম্পের জন্য আল্লাহর কাছে ঘুনিয়েমের এই প্রার্থনা মুহূর্তের মধ্যে উত্তাপ ছড়ায়। ট্রাম্পকে আল্লাহর বান্দা বলায় অনেকে ঘুনিয়েমের সমালোচনা করেন। এমনকি একজন টুইটে ঘুনিয়েমের উদ্দেশ্যে বলেছেন যে, ‘ট্রাম্পকে আল্লাহর বান্দা বলার কারণে তাকে দোযখে যেতে হতে পারে।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত যে কাজগুলো করে যাচ্ছেন তা সবই মুসলিম সম্প্রদায়কে বারবার আঘাত হেনেছে। আর তাই ট্রাম্প একজন মুসলিম বিদ্বেষী প্রেসিডেন্ট হিসেবেই খ্যাত।


সর্বশেষ খবর