নড়াইলে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১
উজ্জ্বল রায়ঃ নড়াইলে ২০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)’র একটি চৌকশ টিম। আটককৃত মাদক ব্যবসায়ী নাম ইশানুর রহমান (২৮)।
সে নড়াইলের গিলাতলা গ্রামের হেমায়েতুর রহমানের ছেলে। সূত্রে জানা যায়, সোমবার (৮ই মে) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে এএসআই আলমগীর, এএসআই রাজ্জাক, এএসআই জহির, কনস্টেবল মুরাদ, বায়জীদ, শরিফ, শিমুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। এ সময় নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের চৌগাছা গ্রাম থেকে আটককৃত মাদক ব্যবসায়ী ইশানুর রহমানের নিকট থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশের চৌকশ টিমটি। এ প্রসঙ্গে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান এ মাদকব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। সর্বশেষ তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ২০ পিচ ইয়াবাসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়েছে।