সব

গাজীপুরে র‌্যাবের অক্সিডাইজেশন প্লান্টে আগুন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 9th May 2017at 7:30 pm
40 Views

 

10

মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ী এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ এর ট্রেনিং স্কুলের অক্সিডাইজেশন প্লান্টে আগুন লাগে।

৯ মে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ওই প্ল্যান্টে আগুনের সূত্রপাত হয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শক মোঃ হাসিবুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে পোড়াবাড়ির র‌্যাব ট্রেনিং স্কুল সেন্টার চত্বরে থাকা অক্সিডাইজেশন প্ল্যান্টে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে অক্সিডাইজেশনের প্ল্যান্টে থাকা রাসায়নিক পুড়েছে এবং চুলা ও শেড ক্ষতিগ্রস্ত হয়েছে।

যান্ত্রিকত্রুটি থেকে ওই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।র‌্যাব-১- এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কোমান্ডার মোঃ মহিউল ইসলাম সাংবাদিকদের জানান, ওই প্ল্যান্টে র‌্যাবের রাইফেলসহ বিভিন্ন অস্ত্র রঙ করা হয়। এ জন্য ব্যবহৃত কেমিক্যাল পুড়ে গেছে। এতে কেউ আহত হয়নি এবং তেমন ক্ষয়ক্ষতি হয়নি।


সর্বশেষ খবর