আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সর্বশেষ অভিযানে ৭১ জঙ্গি নিহত
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সর্বশেষ অভিযানে ৭১ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের হটাতে গোলযোগপূর্ণ প্রদেশগুলোতে এ অভিযান চালানো হয়।
মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা গত ২৪ ঘণ্টায় কয়েকটি প্রদেশে জঙ্গি নির্মূল অভিযান চালিয়েছে। এতে ৭১ সশস্ত্র জঙ্গি নিহত, ৩৫ জন আহত ও আরো ৭ জনকে আটক করা হয়।’
বিবৃতিতে আরো বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এই অভিযানে অস্ত্রও উদ্ধার করেছে। এছাড়া cnbfরা রাস্তার পাশে পেতে রাখা বেশ কয়েকটি স্থলমাইন অপসারণ করেছে। দেশের ১৭টি প্রদেশে এই অভিযান চালানো হয়। সিনহুয়া।