সিগারেটসহ তামাক পণ্যের মূল্য দ্বিগুণ করার দাবি
স্টাফ রিপোর্টারঃ আসন্ন বাজেটে সিগারেট ও বিড়িসহ সকল প্রকার তামাক পণ্যের মূল্য প্রায় দ্বিগুণ করার দাবি জানিয়েছে তামাক বিরোধী সংগঠন প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘কেমন তামাক কর চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ধোঁয়াবিহীন তামাকে বিশেষ কর এবং ২০ গ্রামের ওপর গুলের কৌটায় করারোপসহ ১১টি সুপারিশ তুলে ধরেন তারা। আত্মা’র পক্ষ থেকে বলা হয়, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে সিগারেট ও বিড়িতে মূল্যস্তর প্রথা পর্যায়ক্রমে তুলে দিয়ে বিশেষ কর আরোপ করা হোক।
প্রধান অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, মূল্যস্তর প্রথায় কোম্পানিগুলো রাজস্ব ফাঁকি দেয়। তাই এই প্রথা বাতিল করতে হবে। বাজেটে তামাক চাষ নিরুৎসাহিত করতে বিকল্প চাষে পুঁজি, প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের জন্য বরাদ্দ রাখতে হবে।
সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক। তিনি বলেন, করারোপের ফলে তামাকের প্রকৃত মূল্য ১০ শতাংশ বাড়লে নিম্ন ও মধ্যম আয়ের দেশে তামাকের ব্যবহার ৫ শতাংশ হ্রাস পায়। কিন্তু বাংলাদেশে কার্যকর করারোপের অভাবে তামাকের প্রকৃত মূল্য বৃদ্ধি পায়নি। কিন্তু তামাকজনিত মোট ক্ষতি হিসেব করলে তা মোট জিডিপি’র প্রায় ৩ শতাংশ।
বাংলাদেশে তামাকের উপর শুল্ক কাঠামো অত্যন্ত জটিল উল্লেখ করে তিনি বলেন, সকল তামাকজাত পণ্যের প্যাকেট বা কৌটা প্রতি সুনির্দিষ্ট (স্পেসিফিক) করারোপ করা হোক। ১০ শলাকার নিম্নস্তরের সিগারেটে ২৫ দশমিক ৯৫ টাকা, উচ্চস্তরের সিগারেটে ৪৯ দশমিক ৬০ টাকা ও প্রিমিয়াম স্তরের সিগারেটে ৮২ টাকা করারোপ করা যেতে পারে।
তিনি আরও বলেন, নিম্নস্তরের সিগারেটের বর্তমান খুচরা মূল্য ২৩ টাকার স্থলে কমপক্ষে ৪০ টাকা, উচ্চস্তরের সিগারেটের খুচরা মূল্য ৭০ টাকা ও প্রিমিয়াম স্তরের সিগারেটের খুচরা মূল্য কমপক্ষে ১২০ টাকা নির্ধারণ করা হোক।
যদি এটা বাস্তবায়ন করা যায় তাহলে প্রতিবছর সিগারেট থেকে সরকার ৫ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব পাবে।