সাব্বিরের সেঞ্চুরিতে টাইগারদের সংগ্রহ ৩৯৪
খেলা ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজের আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ।
নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৯৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। জয়ের জন্য আয়ারল্যান্ড ‘এ’ দলকে করতে হবে ৩৯৫ রান।
ব্যাট হাতে বাংলাদেশ দলের সাব্বির রহমান ১০০, তামিম ৮৭, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ৪৪ ও মুশফিক ৪১ রান করেন।
আউট হয়েছেন : ৪৪/১ সৌম্য সরকার (১৭), ১৪৭/২ তামিম ইকবাল (৮৭) ও ২১১/১ সাকিব আল হাসান (৪৪), ২৭১/৪ মোসাদ্দেক হোসেন সৈকত (৩১), ২৮৫/৫ সাব্বির রহমান (১০০ রিটায়ার্ড), ৩৭৬/৬ মুশফিক (৪১) ও ৩৯০/৭ মাহমুদউল্লাহ (৪৯)।
প্রস্তুতি ম্যাচ শেষে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ১৭ মে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর ১৯ মে আবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের শেষ ম্যাচ ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশ দল ইংল্যান্ডে যাবে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে ১ জুন ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।