সব

গাজীপুরে ৬ তলার ছাদ থেকে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 11th May 2017at 9:44 am
67 Views

 

7

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরে একটি নির্মাণাধীন ভবনের ৬ তলার ছাদ থেকে পড়ে এক নারী নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ১০ মে বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার পিরুজালী মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম খোদেজা বেগম (৫০)। তিনি সদর উপজেলায় পিরুজালী মাস্টারপাড়া এলাকার হোসেন আলীর স্ত্রী।

নিহতের প্রতিবেশী আবুল হাশেম জানান, মন্ডলপাড়া এলাকার ওই ৬ তলা ভবনে সকাল থেকে শ্রমিক হিসেবে কাজ করছিলেন খোদেজা বেগম। দুপুর ১২টার দিকে ছয়তলার ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারের স্বজনরা এসে তার লাশ বাড়িতে নিয়ে যান। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ নাজমুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে খোদেজা বেগম ঘটনাস্থলেই মারা যান। কোনো অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলাও হয়নি বলে জানান তিনি।


সর্বশেষ খবর