এবার জঙ্গি আস্তানা সন্দেহে নাটোরে একাধিক বাড়ি ঘেরাও
ডেস্ক রিপোর্টঃ রাজশাহীর গোদাগাড়ীতে অভিযানের মধ্যেই এবার নাটোরের হরিশপুরে জঙ্গি আস্তানা সন্দেহে একাধিক বাড়ি ঘেরাও করে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে নাটোর শহরতলীর হরিশপুরে পুলিশ লাইন এলাকায় কয়েকটি বাড়ি ঘিরে রাখা হয়।
পুলিশ জানায়, নাটোর শহরের হরিশপুর এলাকার পুলিশ লাইনের পাশে অবসর প্রাপ্ত সাবেক যুগ্ম-সচিব আমজাদ হোসেনের তিন তালার নিচতলায় দুই জঙ্গি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বাড়িটি ঘিরে রাখে বগুড়া ডিবি পুলিশের একটি দল।
এছাড়া অপর ডা. আব্দুস সামাদের বাড়িতে ৪ জন জঙ্গি অবস্থান করছে বলে জানায় পুলিশ। বর্তমানে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে কখন নাগাদ অভিযান শুরু হবে এই বিষয়ে কিছুই বলতে পারছে না পুলিশ।
অপরদিকে রাজশাহীর গোদাগাড়ীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে ৫ জঙ্গিসহ ৬জনের মৃত্যু হয়েছে। রাজশাহীর গোদাগাড়ী সার্কেলের সিনিয়র এএসপি মো. একরামুল হক ঘটনাস্থল থেকে এ তথ্য জানিয়েছেন।