রাজশাহীতে অভিযানে ফায়ার সার্ভিস কর্মীসহ নিহত ৬
ডেস্ক রিপোর্টঃ রাজশাহীর গোদাগাড়ীতে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানের সময় আত্মঘাতী হামলায় ফায়ার সার্ভিস কর্মী আব্দুল মতিনসহ ছয়জন নিহত হয়েছে।
এ ঘটনায় আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।
গোদাগাড়ী উপজেলার হাবাসপুর মাছমারা বেনীপুরে জঙ্গি আস্তানায় এখনো পুলিশের অভিযান চলছে। বৃহস্পতিবার সকালে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল থেকে আস্তানা থেকে জঙ্গিরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে বলেও জানান ওসি। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, এর আগে বুধবার দিবাগত রাত ৩টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বেনীপুর গ্রামের আল আমিন নামের এক ব্যক্তির বাড়ি ঘিরে রাখে পুলিশ।
ওসি আলম মুন্সী জানান, ওই বাড়িটির মালিক হচ্ছেন সাজ্জাদ হোসেন। দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। দুই মাস আগে মাঠের মধ্যে সাজ্জাদ ওই বাড়িটি তৈরি করেছেন। তবে তার দুই ছেলে আলামিন ও তার ভাই সোয়েব কৃষি কাজ করে এবং সাজ্জাদ ফেরি করে গ্রামে গ্রামে কাপড় বিক্রি করে বলে পুলিশ জানিয়েছে।
ওসি জানান, ভোর ৬টা থেকে একাধিকবার ওই বাড়ি থেকে বের হয়ে আসার জন্য হ্যান্ড মাইকে জঙ্গিদের আহবান জানানো হয়। কিন্তু কেউ বের হয়ে আসেনি। মাটির তৈরি বাড়িটির ভেতর থেকে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকটি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বাড়িটিতে একাধিক জঙ্গি রয়েছে বলে পুলিশের ধারণা ছিল। ওসি আরো জানান, অভিযানের আগে আশেপাশের বাড়ি থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়া হয়েছে। অভিযান এখনো চলছে।