এডভোকেট সাহারা খাতুন তোমায় শত সালাম
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 11th May 2017at 5:38 pm
FILED AS: কবিতা ও সাহিত্য
862 Views
ম.শেফায়েত হোসেনঃ
এডভোকেট সাহারা খাতুন একটি আদর্শ একটি নাম
ওয়ান এলিভেনে তোমার ভূমিকা রবে চির অম্লান ।
তোমার প্রিয় নেত্রীর মুক্তির আন্দোলনে
আদালতের এজলাসে,রাজপথে তোমার দুর্দম-দুর্বার
ভুমিকা আজো কে পারে ভুলে যাবার ।
সত্তর থেকে আজ অবদি
রাজপথে লড়াকু সৈনিকের মত
প্রতিবাদ প্রতিরোধ আন্দোলনে
মারখেতে খেতে শুয়ে পড়েছ পিচে
তুবু পিছু হটনী,এমন আছে ক‘জন ?!!
রাজনীতি তোমার ধ্যান -তোমার জ্ঞান
রাজনীতির তরে তবে ত্যাগ রবে অম্লান
সাহারা খাতুন তুমি একটি আদর্শ একটি নাম ।।
লালসা তোমাকে করতে পারেনি বশ
বাবার দেয়া ফার্মগেটের ছোট্র কুটিরখানি
আজো কেবলি সম্বল তোমার ,সবাই তা জানি।।
কর্মীরা সুখে দুখে, শোক কিংবা বেদনায়
সকাল থেকে রাত অবধি তোমায় কাছে পায় ।
তুমি সকলের আদর্শ ,তুমি মহান
এডভোকেট সাহারা খাতুন তোমায় শত সালাম ।