শাহবাগে ম্যাটস শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ, শতাধিক গ্রেফতার
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর শাহবাগ এলাকায় বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় । এতে প্রায় ৩০-৪০ জন আহত হয় এবং শতাধিক ম্যাটস শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই ধাওয়া ও ভাঙচুর শুরু হয়। পুলিশ বলছে, এতে পুলিশের এক নারী সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে নয়জন শিক্ষার্থীকে পুলিশের ভ্যানে নিয়ে যেতে দেখা গেলেও পরবর্তীতে প্রায় শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।
আহতদের মধ্যে কিছু শিক্ষার্থীর অবস্থা শোচনীয় বলে জানায় আমাদের স্থানীয় প্রতিনিধি। এর মধ্যে মুরাদ হোসেন নামের এক শিক্ষার্থী পুলিশের গুলিতে প্রচণ্ডভাবে আহত হলে আশঙ্কাজনকভাবে তাকে চাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উচ্চশিক্ষাসহ চার দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীরা গত ২৬ এপ্রিল থেকে আন্দোলন করছেন। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুসারে শিক্ষার্থীরা আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করেন। দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের একটি অংশ স্মারকলিপি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা দেয়। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।