আপন জুয়েলার্সে গ্রাহকদের স্বর্ণ ফেরৎ দেয়া হবে ২২ মে
স্টাফ রিপোর্টারঃ আপন জুয়েলার্সের জব্দ করা স্বর্ণের মধ্যে থাকা গ্রাহকদের স্বর্ণ ফেরত দেবে শুল্ক গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, আপন জুয়েলার্সের বিভিন্ন শাখায় রিপেয়ারিং এবং এক্সচেঞ্জের জন্য যেসব গ্রাহক তাদের স্বর্ণ এবং অলঙ্কার গচ্ছিত রেখেছিলেন তাদের আগামী সোমবার (২২শে মে) বেলা ২টায় রসিদসহ গহনা অক্ষত অবস্থায় ফেরত দেওয়া হবে। আপন জুয়েলার্সের মালিকরা এ ব্যাপারে গ্রাহকদের প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
আপন জুয়েলার্সের মালিকদের মধ্যে একজনের ছেলে সফাতের বিরুদ্ধে দুই তরুণী ধর্ষণ মামলার অনুসন্ধানে অনেক গোপন তথ্য বেরিয়ে আসে। এরপরে আপন জুয়েলার্সের স্বর্ণ বৈধভাবে আমদানি নয় সন্দেহে ঢাকা পাঁচটি শাখা সিলগালা করে দিয়ে সাড়ে ১৩ মন স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরা জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগ স্বর্ণ ও হীরার বৈধতা প্রমাণ করতে বুধবার (১৭ মে) মালিকদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকে শুল্ক গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট হননি শুল্ক গোয়েন্দারা। কিন্তু সোমবার (২২শে মে)’র মধ্যে ‘জনস্বার্থের বিবেচনায়’ গ্রাহকদের স্বর্ণ, গহনা ফেরত দেওয়ার ঘোষণা করেন তারা।
গ্রাহকদের স্বর্ণ এবং অলঙ্কার ফেরত দেয়ার সময় আপন জুয়েলার্সের শাখাগুলোতে মালিকপক্ষ এবং শুল্ক গোয়েন্দারা উপস্থিত থাকবেন। শুল্ক গোয়েন্দারা বলেছেন, মালিকদের সাথে কথা বলে তারা জানতে পেরেছেন সাড়ে ১৩ মন স্বর্ণের মধ্যে ১০ কেজির মতো গ্রাহকদের স্বর্ণ রয়েছে। বাকি স্বর্ণের বৈধ কাগজপত্র দেখাতে মালিকদের ২৩শে মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। না দেখাতে পারলে স্বর্ণ পাচারের অভিযোগে এবং শুল্ক আইনে মামলা হতে পারে বলেও বলা হয়েছে।