ইমুর জেনারেশন গ্যাপ
ডেস্ক রিপোর্টঃ চলচ্চিত্রে নিয়মিত হওয়ার জন্য অভিনয়সহ বিভিন্ন বিষয়ে অনুশীলন করে চলেছেন ঢাকাই চলচ্চিত্রের নবাগত চিত্রনায়িকা আলভিরা ইমু। ইতোমধ্যে কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এবার জিএম সরওয়ার পরিচালিত ‘জেনারেশন গ্যাপ’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এ ব্যাপারে পরিচালক জিএম সরওয়ার বলেন, ‘এই ছবিতে ইমুকে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ করানো হয়েছে। এছাড়া এতে বিশেষ একটি চরিত্রের জন্য চিত্রনায়ক আলমগীর সাহেবকে ভাবছি। তবে তার সঙ্গে এখনো কথা হয়নি।
এছাড়া এই প্রজন্মের একজন নায়ককে নিয়ে ছবিটির কাজ শুরু করব।’ তিনি আরো বলেন, ‘ঈদের পর এই ছবির শুটিং শুরু করব। এর চিত্রনাট্য লিখেছেন উত্তম আকাশ। এতে ৫টি গান থাকবে। ছবিটির গল্পে দুই জেনারেশনকে দেখানো হবে।’
এ সম্পর্কে আলভিরা ইমু বলেন, “‘জেনারেশন গ্যাপ’ ছবির গল্প শুনে ভালো লেগেছে। এজন্যই এতে চুক্তিবদ্ধ হয়েছি। আশা করি, কাজটি ভালো হবে।’ ইমু এর আগে ‘এক রাতের জন্য’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি পরিচালনা করছেন যুগল নির্মাতা অপূর্ব ও রানা।
এছাড়া তাজুল ইসলামের ‘গোপন সংকেত’ ছবির শুটিং করছেন ইমু। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন সাদিক। পিকক মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিতে সাইমন-ইমু ছাড়াও মৌমিতা মৌ-সিয়াম খান জুটি বেঁধে অভিনয় করছেন। নয়ন অরন্য