গুম-খুনের মাধ্যমে অতীতে কেউ টিকতে পারেনি, এরাও পারবে না: খালেদা জিয়া
স্টাফ রিপোর্টারঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, হত্যা-নির্যাতনের মাধ্যমে কোনো সরকার অতীতে কখনো বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি, ফলে এ সরকারও পারবে না। এদেরও সময় ঘনিয়ে এসেছে। অচিরেই এরা ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে।
তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে দেশে চলমান সব গুম-খুনের রহস্য উন্মোচন করে যথাযথ বিচার করা হবে। তিনি সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর আন্দোলনে হতাহত নেতাকর্মীর ৯ পরিবারের সদস্যকে আর্থিক সহযোগিতা প্রদানকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এসব কথা বলেন।
শনিবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ আর্থিক সহযোগিতা করেন তিনি। খালেদা জিয়া পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী হেলপ সেল এর উদ্যোগে এই সহযোগিতা প্রদান করা হয়। হেলপ সেলের শহীদুল ইসলাম বাবুল, কাদের গনি চৌধুরীসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিজের কার্যালয়ে আসেন। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান রুহুল আলম, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশের এই তল্লাশি অভিযানের প্রতিবাদে বিএনপি রবিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। একই ইস্যুতে জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবকদলও এদিন বিক্ষোভ সমাবেশের পৃথক পৃথক কর্মসূচি ডেকেছে।
প্রসঙ্গত, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশ আকস্মিক অভিযান চালান। অভিযানের পর পুলিশ জানিয়েছে কোনো কিছু তারা পায়নি।