সব

পদে ফিরতে পারেনি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৪০ চিকিৎসক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 22nd May 2017at 9:19 pm
45 Views

14

স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৪০ জন চিকিৎসককে আপিল বিভাগ স্বপদে বহালের নির্দেশ দিলেও তারা পদ ফিরে পাননি। স্বপদে না ফিরতে পারলেও সোমবার সকাল থেকে তারা নিজ নিজ বিভাগে গিয়েছিলেন।

অফিস টাইম পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছিলেন। বিভাগীয় শিক্ষক ও চেয়ারম্যানদের সাথে দেখা করেছেন। উচ্চ আদালতের নির্দেশে চাকরিতে পুনঃবহালের আদেশে বেশ উৎফুল্লভাব ফিরে এসেছে তাদের মধ্যে। কিন্তু চিকিৎসা কর্মে ফেরত যেতে পেরে সে কিছুটা মন খারাপ ভাব ছিল।

কারণ মানব সেবার মহান ব্রত নিয়েই তারা এ পেশায় এসেছেন। তবে এমনটাই হবে এটাও তাদের মাথায় ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রায়ের মৌখিক নির্দেশে যে চাকরিতে ফেরত যেতে দেবেন না এটা তারা ধরেই নিয়েছেন। এখন অপেক্ষা করছেন কবে নাগাদ রায়ের সার্টিফাইয়েড কপি পাওয়া যায়।

উল্লেখ্য রোববার আপিল বিভাগ ১৪০ জন চিকিৎসককে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্বপদে বহালের নির্দেশ দেন। তবে যে ক’দিন চিকিৎসকেরা অনুপস্থিত ছিলেন সময়টা বিনা বেতনে ছুটি হিসেবে ধরে নেয়ার নির্দেশ দেয় আদালত।

সকালে ভিসি অধ্যাপক কামরুল হাসান খান চাকরিচ্যুৎ চিকিৎসদের ডেকেছিলেন তার অফিসে। অধ্যাপক কামরুল হাসান দীর্ঘ আইনিপ্রক্রিয়ার শেষে চাকরি ফেরত পেয়েছেন বলে চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন চিকিৎসকদের।

সোমবার দুপুরে এই প্রতিবেদক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিকিৎসকদের স্বপদে বহালের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার এ বি এম আব্দুল হান্নান জানান, তারা আপিল বিভাগের সার্টিফায়েড কপির জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, অফিসিয়াল একটা নিয়ম আছে। লিখিত নির্দেশ ছাড়া অফিস কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে না।

এ প্রসঙ্গে চিকিৎসকেরা জানিয়েছেন, এর আগে আদালতের সার্টিফায়েড কপি ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখিত ১৪০ জন চিকিৎসককে কাজ থেকে বিরত রেখেছিলেন এবং হাজিরা খাতায় সই করতে দেননি।

 


সর্বশেষ খবর