‘রমজানে খাদ্যে ভেজালকারীদের শুধু জরিমানাই নয় প্রয়োজনে কারাদণ্ড’
স্টাফ রিপোর্টারঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, খাদ্যে ভেজালকারীদের শুধু জরিমানাই নয়, প্রয়োজনে কারাদণ্ডও দেওয়া হবে। এ জন্য প্রথম রমজান থেকেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
আজ সোমবার সকালে নগর ভবনে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন মেয়র সাঈদ খোকন।
সাঈদ খোকন বলেন, ‘ভেজাল খাদ্যের বিরুদ্ধে প্রথম রমজান থেকে অভিযান চলবে। যেখানেই কোনো ভেজাল খাদ্যসামগ্রী পাওয়া যাবে, ভেজাল ইফতার পাওয়া যাবে আমরা ব্গিত সময়ে জরিমানা করেছি। এবার আমরা জরিমানার পাশাপাশি আইন অনুযায়ী কারাদণ্ড দিতে বাধ্য হব।’
বিভিন্ন পণ্যে ফরমালিনের ব্যবহার কমেছে জানিয়ে মেয়র বলেন, ‘ফরমালিন ও রাসায়নিকের ব্যবহার শূন্যে নামিয়ে আনতে চায় সিটি করপোরেশন। এ ছাড়া রমজান মাসে অবৈধ মদ ও জুয়ার আসর বন্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।