সব

জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করার বাজেট: ফখরুল

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 2nd June 2017at 6:33 pm
38 Views

?????????????????????????????????????????????????????????

স্টাফ রিপোর্টারঃ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করতেই এই বাজেট। জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করতেই প্রস্তাবিত বাজেটে বড় বড় প্রকল্পে বেশি বরাদ্দ রাখা হয়েছে।

আজ শুক্রবার নয়া পল্টনে জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা ও জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে পুস্তক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এ অভিযোগ করেন বিএনপির মহাসচিব। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাসব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বাজেটে ৩০টি মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে। এই মেগা প্রজেক্টগুলোতে মেগা কস্টিং হবে। সেই মেগা কস্টিংয়ে মেগা দুর্নীতি হবে। মেগা পকেট ভারী হবে। পুরো বাজেটটিই হচ্ছে আজ নিজেদের পকেট ভর্তি করার জন্য। আজকে জনগণের পকেট কাটবে। নিজেদের পকেট ভর্তি করবে। এই হচ্ছে অবস্থাটা।

এটা হচ্ছে খুবই উচ্চদলের পকেট মারার মতো অবস্থা। এই বাজেট সাধারণ মানুষের কোনো কল্যাণ তো করবেই না, উপরন্তু সাধারণ মানুষের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াবে। একটা বার্ডেন হয়ে দাঁড়াবে।”

সরকারের বাজেট দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই সরকারের, তাই সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপানো হয়েছে।”

 


সর্বশেষ খবর