এশিয়ান ইউনিভার্সিটিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেমিনার ও র্যালি
ডেস্ক রিপোর্টঃ বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ গত ৫ জুন, ২০১৭ বিশ্ববিদ্যালয়ের আয়েশা মিলনায়তনে এক সেমিনার ও একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। এ অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবি’র প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক।
বিশ্ববিদ্যালয়েল রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলম এর সভাপতিত্বে এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আতিকুর রহমান ও সমাজকর্ম বিভাগের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম জুয়েল। প্রবন্ধ উপস্থাপকগণ বিশ্বব্যাপি পরিবেশ দূষণের কারণ, এর নানাবিধ কুফল ও প্রতিকার বিষয়ে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন। এ প্রবন্ধের উপর পর্যালোচনামূলক বক্তব্য রাখেন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ খলিলুর রহমান ও সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগের প্রধান প্রফেসর ড. সাঈদা আক্তার বেগম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি দেহের প্রতিটি অঙ্গের মধ্যে ভারসাম্য বজায় থাকতে হয়। এই ভারসাম্যে কিছু ব্যাত্যয় হলে সেটাকে আমরা আর সুস্থ্য দেহ বলতে পারি না। মানবদেহের মত পরিবেশও নানা উপকরণের সমষ্টি। এই উপকরণের ভারসাম্য নানাভাবে বিঘিœত হচ্ছে। আমরা মানব সভ্যতা গড়ে তোলার জন্য মানুষের জন্য প্রয়োজনীয় পরিবেশ নষ্ট করছি। তিনি পরিবেশ বান্ধব হবার জন্য সবার প্রতি আহ্বান জানান। প্রধান অতিথি প্রবন্ধ উপস্থাপককে সাধুবাদ জানিয়ে প্রবন্ধের দূর্বল দিকগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে এটিকে আরো সমৃদ্ধ করতে পরামর্শ প্রদান করেন।
শিক্ষকম-লী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেমিনার শেষে সকলের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অর্থনীতি বিভাগ এ র্যালিটির আয়োজন করে।