হাকিমপুরে গ্রামীণ রাস্তাগুলোর দুপাশে শতাধিক মরা গাছ, যেকোন সময় ঘটতে পারে দূর্ঘটনা
সোহেল রানা (হিলি) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর উপজেলার পৌরসভা ও আলীহাট ইউপির গ্রামীণ রাস্তাগুলোর দুপাশে শতাধিক মরা গাছ এখন মরণ ফাদে পরিনিত হয়ে রয়েছে। যে কোন সময় ঘটতে পারে প্রাণঘাতি মতো ভয়াবহ দুর্ঘটনা। এ নিয়ে এই রাস্তা দিয়ে চলাচলরত পথচারীদের মধ্যে আতঙ্গ বিরুজ করছে।
তারা দ্রুত এসব মরা গাছ কাটার জন্য দাবি জানিয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, আলীহাট ইউপি হরিহরপুর-জাংগই রাস্তার কাদিপুর এলাকায় ঝড়ে মরা গাছ ভেঙ্গে পড়ে আব্দুর রহিম নামে একজনের বাড়ি দুইবার ভেঙ্গে যায়। অনেক মরাগাছের গোড়া উই পোকা খেয়ে শুরু করে ফেলেছে , এতে করে অল্প ঝড় বৃষ্টি হলেই এসব মরা গাছ ভেঙ্গে পড়ে। এসব গাছ ভেঙ্গে পড়ে রাস্তার পাশের জমিগুলোর ফসলের ব্যাপক ক্ষতি হয়।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, হাকিমপুর পৌরসভার ছাতনী চারমাথা বাজার থেকে রাঙ্গামাটিয়া ও ছাতনী বাজার থেকে খাট্রাউছনা পর্যন্ত রাস্তা গুলোর দুপাশেই রয়েছে শত শত মরা গাছ। এই রাস্তা গুলো দিয়ে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শির্ক্ষাথী, চাকুরীজীবি এবং সাধারণ মানুষ চলাচল করে তাদের মধ্যে প্রাণহানির আশাঙ্কা কাজ করে। তাই এলাকাবাসীর দাবি উপজেলা প্রশাসন মরা গাছ গুলো কর্তনের জন্য খুব দ্রত ব্যবস্থা গ্রহণ করবে।