উত্তরখানে মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন এর উদ্যোগে কোরআন বিতরণঃ
স্টাফ রিপোর্টারঃ
প্রতি বারের মতো এবারোও মাহে রমজান উপলক্ষে রাজধানীর উত্তরখানে মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার উত্তরখানে অবস্থিত হযরত আবু বক্কর সিদ্দিক(রাঃ) কাওমিয়া মাদ্রাসার শতাধিক হাফেজ ছাত্রের মাঝে এই কোরআন শরীফ বিতরণ করা হয়। মানুষের জন্য ভালবাসা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ মুরাদুজ্জামানের নেতৃত্বে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল কোরআন শরীফ বিতরণ করেন। এতে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা নজরুল ইসলাম ,শিক্ষক মাওলানা মুফতি নুর মোহাম্মদ, সিনিয়র সংবাদিক ও সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে” মানুষের সংশোধন” নিয়ে ঝড় তোলা চলচিত্র নির্মাতা মোঃ রাসেল মিয়া,তরুণ ছাত্র নেতা নাহিদ হক সহ ফাউন্ডেশন সদস্যবৃন্দ।
এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ মুরাদুজ্জামান বলেন,আমরা এই সংগঠনের মাধ্যমে সবসময় সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এছাড়াও বিশেষ ভাবে রমজানে আমরা মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ,এতিমদের সাথে ইফতার,সুবিধাবঞ্চিদের নতুন পোশাক দেওয়া,অসহায় পরিবারের মাঝে ঈদের বাজার সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছি।