সব

যুক্তরাষ্ট্র প্রবাসী নারীকে কুপিয়ে হত্যা

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th June 2017at 9:17 pm
40 Views

7

মুহাম্মদ আতিকুর রহমানঃ গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় মনোয়ারা বেগম (৬০) নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৭ জুন বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

মনোয়ারা বেগম টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার আবুল বাশারের স্ত্রী। নিহতের স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নিহতের স্বজন ও পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মধ্য আরিচপুর আবাসিক এলাকার বাসিন্দা আবুল বাশার নাগরিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে স্ত্রী ও পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে গত সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দেশে ফিরে নিজ বাড়িতে আসেন। তাদের সঙ্গে আসা ছেলে মোঃ মাহফুজুর রহমান তার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছেন। আবুল বাশারের ভবনের তৃতীয় তলায় একটি ও পাঁচতলায় একটি ফ্ল্যাট খালি পড়ে ছিল। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তি বাসা ভাড়া নিতে আসেন। আশপাশের লোকজন এ সময়ে ওই লোককে বাড়ির মালিকের ফ্ল্যাট দেখিয়ে দেন।

পরে ওই অজ্ঞাত ব্যক্তি বাড়ির মালিকের স্ত্রীকে মনোয়ারা বেগমকে নিয়ে তৃতীয় তলার পশ্চিম দিকের একটি ফ্ল্যাটে প্রবেশ করেন। ওই সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাথারি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ তালুকদার বলেন, বাসা ভাড়া নেয়ার কথা বলে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করে। পরে প্রবাসী নারীকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।


সর্বশেষ খবর