সব

৩৮তম বিসিএসে ন্যাশনাল আইডি নম্বর ছাড়া আবেদন নয়

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th June 2017at 10:04 pm
55 Views

23

স্টাফ রিপোর্টারঃ ন্যাশনাল আইডি নম্বর ছাড়া ৩৮তম বিসিএস পরীক্ষায় অনলাইনে আবেদন করা যাবে না। সব সনদের রোল নম্বর ও ফলাফলও লাগবে। আজ বৃহস্পতিবার দুপুরে এক বৈঠকে সিদ্ধান্তগুলো নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)।

এ বিষয়ে পিএসসি’র চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, চলতি মাসেই বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিসিএসের অনলাইন আবেদনে এতদিন স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম রেজাল্টসহ অন্যান্য কিছু তথ্য চাওয়া হলেও এবার থেকে ন্যাশনাল আইডি নম্বরও চাওয়া হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সব কিছুতেই ন্যাশনাল আইডি নম্বর লাগে। সিম কিনতে গেলেও ন্যাশনাল আইডি নম্বর লাগে। তাছাড়া যার ন্যাশনাল আইডি নেই তিনি কীভাবে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ আশা করেন?

ন্যাশনাল আইডি নম্বর না থাকলে আবেদন করতে পারতে পারবে না। পাশাপাশি এবার থেকে বাংলার পাশাপাশি ইংরোজিতেও প্রশ্ন থাকবে বলে জানান তিনি। যে কোন একটি পদ্ধতি বেছে নেয়ার সুযোগ পাবে প্রার্থীরা।


সর্বশেষ খবর