নড়াইলে ইয়াবা ও ফেনসিডিলসহ পৃথক অভিযানে গ্রেফতার-৫
নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল পৌরসভাধীন হাটবাড়ীয়ার পৌর পার্কের আমবাগান এলাকা থেকে ৭ বোতল ফেনসিডিল ও ৬ পিচ ইয়াবাসহ কাজল ঘোষ (৩৫) নামে এক যুবককে আটক করে ডিবি পুলিশ। আটককৃত যুবক একই এলাকার মৃত মিহির কুমার ঘোষের ছেলে। বিস্তারিত আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই আলমগীরের নেতৃত্বে এএসআই রাজ্জাক, কনস্টেবল শরিফ, শিমুল, বায়েজিদ, সাজ্জাদ, মুরাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করতে সক্ষম হয়। অপরদিকে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে নড়াইল সদর উপজেলাধীন দারিয়াপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মুসা শেখ (৩২), একই গ্রামের আবু বকরের ছেলে হামিম সর্দার (২৫), দিঘলিয়া গ্রামের মান্নান মোল্যার ছেলে অভি মাহবুব (২৪) কে ৩২ পিচ ইয়াবাসহ আটক করে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। এলাকাবাসীর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়াও নড়াইলে মাদকের আকাল হওয়ায় পার্শ্ববর্তী জেলা যশোরের ধলগ্রাম থেকে ২১ পিচ ইয়াবা দিতে এসে এক মাদকব্যবসায়ী পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর নাম অমিত বিশ্বাস (২২)। সে যশোর জেলার বাঘারপাড়া উপজেলাধীন ধলগ্রামের আনন্দ বিশ্বাসের পুত্র। বৃহস্পতিবার নড়াইল সদর উপজেলাধীন আউড়িয়া ইউনিয়নের নাকসী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। নড়াইল সদর থানার এএসআই আনিচের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।