আই ইউ বি এ টিতে ৭৫তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্টঃ ৭৫তম ওরিয়েন্টেশন প্রোগ্রাম পালন করল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফবিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আই ইউ বি এ টি ইউনিভার্সিটি)।বৃহস্পতিবার, ৮ই জুন আই ইউ বি এ টি বিশ্ববিদ্যালয়ের সামার সেমিস্টারে বিবিএ, এমবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ট্যুরিজম ও হোটেল ম্যানেজমেন্ট, ইকোনোমিক্স, এগ্রিকালচার এবং নার্সিং প্রোগ্রামের ভর্তি হওয়া নতুন ছাত্র-ছাত্রীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সকলের পরিচিতি তুলে ধরা হয়।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নর এর চেয়ামন্যান জনাব জুবায়ের আলিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সেলিনা নার্গিস। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. এম এ জব্বার।
পরিচয় পর্ব শেষে সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান এবং উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদা খানম এর রুহের মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বোর্ডের সদস্য, সকল বিভাগের বিভাগীয় প্রধান, ডাইরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ, অ্যালামনাই, কর্মকর্তা, কর্মচারী সকল সাধারন ছাত্র-ছাত্রী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।