আদালতের নির্দেশেই মওদুদকে বাড়ি ছাড়তে হয়েছেঃ ওবায়দুল কাদের
মুহাম্মদ আতিকুর রহমানঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সর্বোচ্চ আদালতের নির্দেশেই বিএনপি নেতা মওদুদ আহমেদকে বাড়ি ছাড়তে হয়েছে। এতে সরকারের কোনো হস্তক্ষেপ নেই।
৮ জুন বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী চেরাগ আলী মার্কেট এলাকায় ঈদ উপলক্ষে যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ক্যান্টনম্যান্টের মইনুল রোডের বাড়িও উচ্চ আদালতের নির্দেশে বেগম খালেদা জিয়াকে ছাড়তে হয়েছে। সেখানেও সরকারের কোনো ভূমিকা ছিল না।
মন্ত্রী বলেন, ২০০১ সালে বিএনপির অত্যাচারে আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী কাপড় ছাড়া খালি গায়ে এলাকা ছেড়েছে। সেটা জনগণ ভুলে যায়নি। সেসময় নির্বাহী আদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বরাদ্দকৃত গণভবন ও ধানমন্ডিতে শেখ রেহেনার জন্য বরাদ্দকৃত বাড়িটিও কেড়ে নেয়া হয়েছিল।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জামিল হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ সড়ক ও জনপথ বিভাগের পদস্থ কমকর্তাগণ উপস্থিত ছিলেন।