‘মানসম্পন্ন শিক্ষার জন্য শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই’
মুহাম্মদ আতিকুর রহমানঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিইডিপি প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় রাষ্ট্রবিজ্ঞান ও বাংলা বিষয়ের ৫৭ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে দিনভর বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা ৯ জুন শুক্রবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডঃ হারুন-অর-রশিদ। প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯৯২ সালের আইনে কলেজ শিক্ষকদের প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সে অনুযায়ী প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছে। কলেজ শিক্ষার মানোন্নয়নে সম্প্রতি গৃহীত ১৩০ মিলিয়ন ইউএস ডলারের সমপরিমাণ অর্থের সিইডিপি প্রকল্পেও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মোঃ মশিউর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের কোর্স উপদেষ্টা প্রফেসর ডঃ আল-মাসুদ হাসানুজ্জামান, বাংলা বিষয়ের কোর্স উপদেষ্টা প্রফেসর (অবঃ) আহমদ কবির ও স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ডঃ মোঃ আনোয়ার হোসেন।