সব

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 14th August 2017at 10:52 pm
41 Views

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া মিলনপুর এলাকায় বৈদ্যুতিক চুলার তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ আগস্ট)  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া মিলনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গড়েয়া ইউনিয়নের মিলনপুর এলাকার কেরামত আলীর ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং নজরুল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৩০)।

পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলা গড়েয়া মিলনপুর এলাকায় নজরুল ইসলামের স্ত্রী শিউলী বেগম (৩০) বৈদ্যুতিক চুলায় রান্না করছিলেন।
হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটে চুলার তারে শিউলী বেগম (৩০) জড়িয়ে পড়েন।
এ সময় স্বামী নজরুল ইসলাম (৪৫) তাকে বাঁচাতে গেলে তিনিও বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়েন। এতে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানিয়া তাদের মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম রেদো শাহ্ ও ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিদ্যুৎস্পৃষ্টে স্বামী ও স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


সর্বশেষ খবর