আইইউবিএটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন
নিজস্ব প্রতিনিধিঃ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ই আগস্ট মঙ্গলবার, বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক আলোচনা ও মিলাদ মাফিলের আয়োজন করা হয়।
বোর্ড অব গভর্নরস সদস্য, বিভিন্ন অনুষদের চেয়ার, পরিচালক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দীর্ঘ নয়টি মাস যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম ও গণতান্ত্রিক আন্দোলনে বঙ্গবন্ধুর নেতৃত্ব ও ভূমিকা আলোচনা করা হয়। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।