সব

ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে নওয়াজ শরিফের চ্যালেঞ্জ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 16th August 2017at 9:39 pm
32 Views

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার ক্ষমতাচ্যুতির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছেন। তিনি মঙ্গলবার উচ্চ আদালতের রায় পর্যালোচনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর পানামা পেপার্স কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর থেকেই নওয়াজের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে। শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগে দেশটির উচ্চ আদালত তাকে ক্ষমতাচ্যুত করে।

শরিফ ও তার পরিবারের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির ব্যাপারে তদন্তের পর জুলাই মাসের শেষের দিকে উচ্চ আদালত পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীকে বরখাস্ত করে। এর ফলে পাকিস্তানের ৭০ বছরের ইতিহাসে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের আগেই বরখাস্ত হওয়ার দিক থেকে তিনি হলেন দেশটির ১৫তম প্রধানমন্ত্রী।

দীর্ঘ আবেদনে রায় পুনর্বিবেচনার দাবি জানিয়ে তার আইনজীবীরা আদালতের রায়ের ১৯টি পয়েন্ট চ্যালেঞ্জ করে বলেছে, ভাসা ভাসা ভুল বিষয়ের ওপর ভিত্তি করে এ রায় দেয়া হয়েছে। মঙ্গলবার করা আবেদনে আবেদনকারীরা আদালতের চূড়ান্ত আদেশ পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন।

এদিকে শরিফ ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে দেশটির দুর্নীতি দমন সংস্থাকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।


সর্বশেষ খবর