বার্সার পরাজয়ে উৎফুল্ল নেইমার!
স্পোর্টস ডেস্কঃব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের দলবদল নিয়ে কম জল ঘোলা হয়নি। চলতি মাসের শুরুর দিকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমিয়েছেন নেইমার।
দলবদলে সব রেকর্ড ভেঙে পিএসজিতে গেছেন নেইমার। তবে সেখানে নেইমারের অভিষেক আটকে দিয়েছিল বার্সা।
অবশেষে সব টাকা মিটিয়ে বার্সা থেকে খেলার সার্টিফিকেট পেয়ে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন নেইমার। আর নেইমারবিহীন বার্সা একের পর এক হেরেই চলেছে।
এল ক্লাসিকোর প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরেছিল বার্সা। দ্বিতীয় লেগেও ২-০ ব্যবধানে (মোট ৫-১) হেরে সুপার কাপের শিরোপা জিততে ব্যর্থ হয় কাতালানরা।
আর বার্সার এই পরাজয়ে বেশ উৎফুল্ল বা খোশমেজাজেই রয়েছে নেইমারের ক্লাব পিএসজি। বার্সাকে ট্রলড করতে ছাড়েনি ক্লাবটি।
বুধবার গভীর রাতে বার্সা যখন রিয়ালের কাছে পরাজিত হয় তখন পিএসজি তাদের অফিসিয়াল টুইটারে নেইমারের হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করে।
ছবি দেখে সবার বুঝতে বাকি নেই যে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের সাবেক সতীর্থদের উদ্দেশ করেই এই ছবি পোস্ট করা হয়েছে।