ট্রাম্পের নতুন মিডিয়া প্রধান হোপ হিকস
আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প প্রশাসনের নতুন মিডিয়া প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ২৮ বছর বয়সী হোপ হিকস।
বুধবার হোয়াইট হাউসের অন্তর্র্বতী যোগাযোগ পরিচালক পদে তার নিয়োগ চূড়ান্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের নির্বাচনকালীন এ প্রেস সচিব বর্তমানে হোয়াইট হাউসের কমিউনিকেশন্স অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন নিয়োগ কার্যকর হওয়ার পর তিনি একইসঙ্গে উভয় দায়িত্ব পালন করবেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, যথোপযুক্ত সময়ে একজন স্থায়ী যোগাযোগ পরিচালক নিয়োগের বিষয়টি ঘোষণা করা হবে।
ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞার অন্যতম সমর্থক হোপ হিকস। ২০১৬ সালের জুনে তিনি দাবি করেন, ট্রাম্প শুধু চরম সন্ত্রাসবাদে আক্রান্ত দেশগুলো থেকে আসা মুসলিমদেরই নিষিদ্ধ করতে চান, সব দেশের মুসলিমদের নয়।
হোপ হিকস-এর পূর্বসূরি অ্যান্থনি স্কারামুচি হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের দায়িত্ব গ্রহণের মাত্র ১০ দিনেরও কম সময়ের মধ্যে পদচ্যুত হয়েছিলেন। ৩১ জুলাই কর্তৃপক্ষ তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এখন হোপ হিকস কতদিন এ দায়িত্ব পালন করতে পারেন সেটাই দেখার বিষয়।